প্রকাশিত কবিতা: রাত্রির কাসিদা

রাত যতো ভারী হয়
নিঃশ্বাস ততো ঘন হয় রাত্রির বাতাসের
সঙ্গীর কাঁথাতলে গতরে গতর রাখে জোনাকী প্রহর
নগরীর সোডিয়াম বাতি গিলে খায় টহল পুলিশের তন্দ্রার উম্
ঢিলেঢালা মেয়েটি মুছে ফেলে ঠোঁটের পালিশ…..

রাত যতো রাত্রি হয়
নিয়নের কুন্ডলী তলে ঘন হয় ততোটাই মশাদের নিঃশ্বাস
কিছুটা আঁধার কোনে রোঁয়া উঠা কুকুরের পাশে জনৈক কবি
পাশের দয়ালে হেলান দিয়ে স্বপ্নপরীর স্তনে মুখ রাখে
পাশ দিয়ে হেঁটে যায় ‘সখিনা বিবি’, পিছু পিছু তার জনৈক দালাল…
রাত যতো ঘন হয়
পঙ্গু কুকুরগুলো বিশ্রামে যায়
নগরীর পথে পথে নেমে আসে পোশাকী কুত্তার দল
সহসা ‘হেলেনা’র পথরোধ করে ভারী বুটের একজোড়া পা…
‘দে-’
‘কাম অয় নাই দিমু কইত্যে!’
অতঃপর হেচকা টানে হেঁচরাতে হেঁচরাতে নিয়ে যায় কিছুটা আড়ালে,
কোলের বাচ্চাটিকে ফুটপাতে রেখে-
অতঃপর হেলেনা নিজেকে বিছায়
মুদ্রার বদলে, জোড়া বুট- খামচে ধরে হেলেনার শরীর…
রাত যতো ভারী হয়
ঘন হয় ততোটাই রাত্রির দীর্ঘশ্বাস….

  • প্রকাশ বিষয়ক তথ্যাদি……
  • পত্রিকার নাম:   শ্লোগান (মাসিক ম্যাগাজিন)
  • সম্পাদক:          মোহাম্মদ জহির
  • প্রকাশক:          আরএসি চেম্বার, ৩৭ রাজাপুকুর লেইন, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
  • সংখ্যা:              বর্ষ ১৬, সংখ্যা ০৬/ ০১ ফেব্রুয়ারি ২০০৭ ইং।

©2009 nondon an open platform on Art Literature and Culture.

Back to TOP