জংগী বিষয়ক কবিতা

বোমা আর গ্রেনেডের ধোঁয়ায় ভারী হচ্ছে পৃথিবীর বাতাস
আমরা ক্রমশঃ টালমাটাল হই আতংকে আর অস্থিরতায়
বোমাগুলো তবু ফটাফট ফুটেই চলেছে;

অবশেষে আমরা পাল্টাতে থাকি আমাদের লেবাস
পৃথিবীও ক্রমেই বদলে যেতে থাকে,
এইভাবে আমরা ক্রমশঃ জংগী হয়ে উঠি...

©2009 nondon an open platform on Art Literature and Culture.

Back to TOP